নানির স্মার্ট ফোন, নাতির স্মার্ট আচরণ | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি- অক্সিজেন, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন? প্রশ্নটি শুনে অনেকেই ভ্রু কুচকিয়ে উত্তর দিবেন, এর সবগুলোই গুরুত্বপূর্ণ-বিশেষ করে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতেই পারে না। কিন্তু ইত্যাদির নাতির কাছে এর কোনটাই গুরুত্বপূর্ণ নয়, তার কাছে এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইলো নেটিজেন। কারণ তার কথায় এখন নেট ছাড়া জগত অচল।
আবার দেশের বিভিন্ন স্থানে যখন নির্বিচারে একের পর এক গাছ কেটে ফেলা হচ্ছে। তখন এর প্রতিবাদে নাতিও বিক্ষুব্ধ। নাতির ভাষায় এরা ‘গাছ খু*নি’। নাতির কথায় নানি সবসময় দ্বিমত পোষণ করলেও, এ ক্ষেত্রে একমত।
২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত মুন্সীগঞ্জে ধারণকৃত ইত্যাদির ‘নানি-নাতি’ পর্বে নাতিকে কখনও যুক্তিবাদী, কখনও প্রতিবাদী আবার কখনওবা দরদী মানুষের চরিত্রে দেখা গেছে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0

___________________________________
Enjoy & stay connected with us!