প্রবাসীদের নিয়ে অসাধারণ গান | পায়নি এবারও ছুটি | Payni Ebaro Chuti | এন্ড্রু কিশোর | ঈদ ইত্যাদি ২০১৫

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ-এ কথা সবাই মানলেও প্রবাসীদের জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া যায় না। সচ্ছল হওয়ার তাগিদে প্রবাসে পাড়ি জমান তারা। এ কারণে জীবনের অনেক স্বাদ-আহ্লাদ ত্যাগ করেন তারা। দিনরাত পরিশ্রম করে নিজের স্বজনদের টাকা পাঠান। দেশের অর্থনীতিকে করেন সমৃদ্ধ। অথচ ঈদের সময় মায়ের চোখে পানি, কারণ ছেলে তার ছুটি পায়নি। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় প্রবাসের এমনি হাজারো যুবকের এবং তাদের মায়ের কথাই উঠে এসেছে শিল্পী এন্ড্রু কিশোরের কণ্ঠে। যার খ্যাতির চেয়ে কণ্ঠের দ্যুতি অনেক বেশি। প্রবাসে ব্যাকুল কর্মজীবি সন্তান, দেশে ব্যাকুল তার মা কিন্তু এই দেশ? সেওতো মা। যেমন মায়ের জন্য তেমনি মাতৃভূমির জন্য প্রবাসে কর্মরত প্রতিটি মানুষের অনুভূতি নিয়েই ২০১৫ সালের জুলাই মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে গানটি করা হয়েছিলো। প্রবাসী শ্রমিকদের নিয়ে চিত্রায়িত এই গানটির একটি বিশেষত্ব হলো এই গানটি বাংলাদেশ ও দুবাই দুই দেশে চিত্রায়ণ করা হয়েছে।

গান: পায়নি এবারও ছুটি...
[ Song: Payni Ebaro Chuti ]
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
[ Lyricist: Mohammad Rafiquzzaman ]
সুর ও সংগীত পরিচালনা: আলী আকবর রুপু
[ Tune & Music: Ali Akbar Rupu ]
শিল্পী: এন্ড্রু কিশোর।
[ Singer: Andrew Kishore ]
অভিনয়: রাইসুল ইসলাম আসাদ, সাবেরী আলম, সাঈদ বাবু ও অন্যান্য।
[ Cast: Raisul Islam Asad, Saberi Alam, Sayed Babu ]
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
Label: Fagun Audio Vision
___________________________________
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।
Planning & Direction by: Hanif Sanket
___________________________________

পুরো অনুষ্ঠান: https://youtu.be/U7ARaSWXY7k