গ্যারান্টির ডিগ্রি ও সুলভে ভালো মানুষ | ইত্যাদি নীলফামারী পর্ব ২০১৮

আগের দিনে যাঁরা শিক্ষকতা পেশায় এসেছিলেন, তাঁরা তাঁদের পেশার প্রতি দায়বদ্ধ ছিলেন। যাঁরা এ পেশায় আসতেন, তাঁরা জেনে-বুঝেই আসতেন। আর এখন শুধু শিক্ষাকে নয় নিজেকেই পণ্য করে বিজ্ঞাপন দিচ্ছেন অর্থলোভী অনেক শিক্ষক। শুধু তাই নয়, গ্যারান্টি দিয়ে শিক্ষার্থী টানার একটা প্রবণতাও ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। আসলে শিক্ষা ক্ষেত্রে গ্যারান্টি দেওয়ার প্রবণতা একরকম প্রতারণা। গ্যারান্টি দিয়ে কখনো ভাল ফল বা বেশি নম্বর পাওয়ানো যায় না। বিশেষজ্ঞদের মতে, দেশের যে কোনো উন্নয়ন টেকসই করতে প্রয়োজন টেকসই শিক্ষাব্যবস্থা। কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডই যদি দুর্বল হয়, তাহলে দেশ ও জাতি কখনো সবল হতে পারে না।
রাজধানীর অলিতে গলিতে দেয়াল লিখন, পোস্টার, ফেস্টুন, ব্যানার টানিয়ে শিক্ষাকে পণ্য হিসেবে গণ্য করে যারা ব্যবসা করছেন তাদেরকে কটাক্ষ করে ২০১৮ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদির নীলফামারীর উত্তরা ইপিজেডে ধারণকৃত পর্বে একটি নাট্যাংশ করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/K_mWVZYmkmE

___________________________________
Enjoy & stay connected with us!