অনলাইন যখন অফলাইন | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

প্রযুক্তির আশীর্বাদে দিনে দিনে মানব সভ্যতা হয়ে উঠছে উন্নত থেকে উন্নততর, পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। আর সভ্যতার এই বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাপন, দৈনন্দিন কর্মধারাও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এককালে বিনোদনটা ছিল সামাজিক রীতিনীতি চর্চার মিলনমেলা, আর এখন বিনোদন মানে ভার্চুয়াল জগতের রঙিন ভুবন। ‘যাযাবর’ লিখেছিলেন ‘আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ।’ সেই আবেগ হলো সামনে বসে গল্প করার আনন্দ, স্নেহ-ভালোবাসা, মায়া-মমতা, আদব-কায়দা অনেক কিছু। যেগুলো অনলাইনে পাওয়া যায় না। এই বিষয়ের উপরেই ২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদির মুন্সীগঞ্জ পর্বে একটি নাট্যাংশ করা হয়।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0

___________________________________
Enjoy & stay connected with us!