মিষ্টি গান সংগীতের ডায়াবেটিস!! | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে অনেক কিছু। পরিবেশের পাশাপাশি বদলে গেছে গান প্রকাশের ধরন এবং মাধ্যম। ইউটিউবই যেন গানের একমাত্র বাজার হয়ে উঠেছে চলমান সময়ের শিল্পী ও কলাকুশলীদের কাছে। আর এ কারণেই গান এখন শোনার নয়, দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই রাতারাতি তারকা খ্যাতির আশায় সুর, তাল, লয়, এমনকি নিয়ম-নীতির তোয়াক্কা না করে মানহীন, কুরুচিপূর্ণ সস্তা কথাকে উপজীব্য করেই তৈরি করছে গান, দলবল নিয়ে নেচে-গেয়ে নির্মাণ করছে মিউজিক ভিডিও। শুদ্ধ সংগীত নয়, ‘ভিউ’ই এখন যোগ্যতা মাপার একমাত্র মাপকাঠি। এসব আক্ষেপ নিয়ে একজন গান জানা সংগীত শিল্পী গেছেন একজন সংগীত বোদ্ধার কাছে পরামর্শ নিতে-তার কী করণীয়, দেখুন তিনি কি পরামর্শ দেন। নাট্যাংশটি প্রচারিত হয় ২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদির মুন্সীগঞ্জ পর্বে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0

___________________________________
Enjoy & stay connected with us!