আসাদুজ্জামান নূরের মজার সাক্ষাৎকার ও দর্শকদের অভিনয় | ইত্যাদি নীলফামারী পর্ব ২০১৮

ইত্যাদির দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান উত্তরবঙ্গের দীপ্তিমান নগরী নীলফামারীকে নিয়ে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৩ জন দর্শক নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকরা দ্বিতীয় পর্বে আঞ্চলিক ভাষায় নীলফামারীর কিছু ঐতিহ্যবাহী বিষয় নিয়ে রচিত একটি নাট্যাংশে অভিনয় করেন। দর্শকদের হাতে পুরস্কার তুলে দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় নীলফামারীর কৃতী সন্তান, বিখ্যাত অভিনেতা, বর্তমানে নেতা আসাদুজ্জামান নূরকে। যিনি সেসময় বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অহরহই দেখা যায়। কিন্তু সব জায়গাতেই ঐ একই গৎবাঁধা প্রশ্নোত্তর কিংবা অনুষ্ঠান আয়োজকদের তোষামোদি প্রশ্ন। কিন্তু ইত্যাদিতে দেখা গেল ভিন্ন চিত্র। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূরকে মঞ্চে ডেকে এনে উপস্থাপক হানিফ সংকেত তাকে যেসব প্রশ্ন করলেন এবং আসাদুজ্জামান নূর যেভাবে জবাব দিলেন তা এক কথায় অসাধারণ, উপভোগ্য ও শিক্ষণীয়। যা আমাদের সংস্কৃতির জন্য সুখময় বার্তা। ২০১৮ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদির নীলফামারীর উত্তরা ইপিজেডে ধারণকৃত পর্বে প্রথম এই দর্শক পর্বটি প্রচারিত হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/K_mWVZYmkmE

___________________________________
Enjoy & stay connected with us!