‘গানের শিক্ষক চাই’ বিজ্ঞাপন দেখে অবাক | ইত্যাদি কুয়াকাটা পর্ব ২০১৯

একটি কথা আমরা সবাই জানি, ‘গান যদি মানসম্পন্ন হয়, শিল্পী জয় করতে পারেন শ্রোতার হৃদয়।’ তবে আজকাল আর একটি কথাও অনেকেই বলেন, এখন আর কেউ গান শিখে গান করছেন না। এক কথায় গান মুখস্থ করে গান করছেন। যেহেতু সফটওয়্যার ব্যবহার করে বেসুরকেও সুরে আনা যায়, ফলে তাদের শাস্ত্রীয় পদ্ধতিতে গান শিক্ষার প্রয়োজন হয় না। কোনরকমে ইউটিউবের দু-চারটি গান হুবহু আয়ত্ত করতে পারলেই শিল্পী নামের খ্যাতি জুটে যায়। অতীতে গান শেখার জন্য বাড়িতে শিক্ষক রাখা, মহল্লায় মহল্লায় ‘সারেগামা’র সুর ভেসে আসা-এসবের পাশাপাশি বর্তমানে অনেকের ‘রাতারাতি শিল্পী হয়ে ওঠার’ দিকটি ২০১৯ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদির পটুয়াখালীর কুয়াকাটা পর্বের এই নাট্যাংশে বিদ্রুপাত্মকভাবে তুলে ধরা হয়। গান না শেখা, হারমোনিয়াম বাজাতে না পারা, নিয়মিত চর্চা না করাসহ নানা নেতিবাচক দিক তুলে ধরে তাদের ‘উপাধি’ দেয়া হয়-‘ইউটিউবের ভিউ শিল্পী’ ও ‘ভাইরাল শিল্পী’।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/P6Vn3LO5iFM

___________________________________
Enjoy & stay connected with us!