মুন্সীগঞ্জকে নিয়ে মেঘনা পাড়ে মন দোলানো নৃত্য | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

ইত্যাদি যখন যেখানে যায় সেখানকার স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে সেই জেলার পরিচিতিমূলক গানের সাথে থাকে একটি বর্ণাঢ্য নৃত্য। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদির মুন্সীগঞ্জ পর্বে প্রকৃতিকে সঙ্গে নিয়ে স্থানীয় নৃত্যশিল্পীদের স্বতঃস্ফূর্ত নৃত্যছন্দে পরিবেশিত মুন্সীগঞ্জের একটি পরিচিতিমূলক গানে তুলে ধরা হয়েছে মুন্সীগঞ্জের অপরূপ রূপ। ধারণ করা হয়েছে মেঘনা পাড়ে এবং কাশবনের ধারে। দেখে মনে হয়েছেন যেন কাশবনে কিছু হলুদ ফুল। যা ছিলো মনোমুগ্ধকর।

গান: পদ্মা মেঘনা ধলেশ্বরী তিন নদীর মেলা...
কথা: কবির বকুল
সুর: হানিফ সংকেত
সংগীতায়োজন: মেহেদি
কণ্ঠ: পুলক ও তানজিনা রুমা।
নৃত্য পরিচালনা: মনিরুল ইসলাম মুকুল।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0

___________________________________
Enjoy & stay connected with us!