লেক মিশিগানের লেক সৈকত | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

বিশ্বের স্থাপত্য শিল্পের আইনস্টাইন বলে খ্যাত বাংলাদেশের গর্ব স্থাপত্যবিদ ড. ফজলুর রহমান খান সংক্ষেপে ড. এফ আর খানের হাত ধরেই আধুনিক বিশ্বের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা স্বপ্নের আকাশছোঁয়া ভবনগুলির গোড়াপত্তন হয়। ২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদির মুন্সীগঞ্জ পর্বের বিদেশি প্রতিবেদন পর্বে আমেরিকার শিকাগো শহর, ড. এফ আর খানের সৃষ্টি ‘সিয়ারস টাওয়ার’, এখানকার আকর্ষণীয় পর্যটন কেন্দ্র শিকাগো ‘নেভি পিয়ার’ এবং উত্তর আমেরিকার তৃতীয় বৃহত্তম লেক ‘লেক মিশিগান’ এবং এই লেকের তীরে কৃত্রিমভাবে তৈরি সৈকতের উপর একটি তথ্যবহুল প্রতিবেদন দেখানো হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0


___________________________________
Enjoy & stay connected with us!