কৃষকের দাঁত ভাঙা জবাব | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

স্বাধীনতার পাঁচ দশকে বাংলাদেশের যত অর্জন, তার মধ্যে ফসলের উৎপাদন বৃদ্ধি সবচেয়ে উল্লেখযোগ্য। বাংলাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম কৃষি উৎপাদনকারী দেশ। অথচ কৃষি প্রধান দেশ হলেও এদেশের কৃষকরাই সবচেয়ে বেশি উপেক্ষিত। বাংলাদেশের অধিকাংশ কৃষকের নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা, তাই প্রায় প্রতিটি ক্ষেত্রেই তাদের বঞ্চিত হতে হয়। এমনকি কৃষিভিত্তিক বিভিন্ন সভা-সেমিনারেও সাধারণ কৃষকদের কথা বলার কোন সুযোগ রাখা হয় না। তেমনি একজন অধিকার বঞ্চিত ক্ষুব্ধ কৃষকের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেলো ২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদির মুন্সীগঞ্জ পর্বের এই নাট্যাংশে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0

___________________________________
Enjoy & stay connected with us!