চাকরির মূল কথাটি হইলো, ‘মালিশ করিয়া যাইবে তৈল’ | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

আবিষ্কারের পর মানুষ যেদিন থেকে তেলের ব্যবহার শিখেছে, তারপর থেকে তেলের উপর নির্ভরশীলতা ততই বেড়েছে। তবে চিকিৎসা বিজ্ঞান বলছে, বেশি তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, অপরদিকে বাস্তব বিজ্ঞান বলছে, বেশি পরিমাণে তৈল মর্দনের উপর নির্ভর করে মানুষের সাফল্য। কারণ বর্তমানে আমাদের দেশে ব্যবসা, বাণিজ্য, নেতৃত্ব, পোস্টিং, প্রোমোশন এসবই যেন তেলবাজির বৃত্তে আটকে গেছে। তবে এই দুই তেলে পার্থক্য রয়েছে-একটি দৃশ্যমান, অন্যটি অদৃশ্য।
তবে সবাই-ই তেলে বিশ্বাসী নয়, কেউ কেউ আবার ভাগ্যেও বিশ্বাসী। আর বেশিরভাগ লোকই মনে করেন, পরিশ্রম আর সততাই হচ্ছে উপরে ওঠার সবচেয়ে বড় সিঁড়ি। কেউ যদি তার কাজের প্রতি সৎ থাকেন তবে অবশ্যই সে উপরে উঠবেন। তেল মেরে বা অন্যের ক্ষতি করে হয়তো একটা পর্যায়ে যাওয়া যায়, তবে চূড়ান্ত পর্যায়ে উঠতে হলে তাকে অবশ্যই সৎ এবং পরিশ্রমী হতে হবে। আর এসব বিষয় নিয়েই ২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদির মুন্সীগঞ্জ পর্বে একটি নাট্যাংশ প্রচার করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0

___________________________________
Enjoy & stay connected with us!