শিশুর মায়েরা যখন নার্সারির ছাত্রী | ইত্যাদি আগস্ট ১৯৯৬ পর্ব |

আজকাল অধিকাংশ বাবা-মায়ের অন্যতম চিন্তা থাকে ছেলেমেয়ের পড়ালেখা নিয়ে। কিছু অতি উদ্বিগ্ন মায়ের জীবনে সন্তানের পড়ালেখা এবং হোমওয়ার্ক তৈরি-ই যেন জীবনের প্রধান ও একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। যেকোনো মূল্যেই সন্তানের ভালো ফল, প্রতিটি পরীক্ষায় ভালো নম্বর তাঁদের চাই-ই চাই। আর এই বিষয়ের উপরেই ১৯৯৬ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদিতে একটি নাট্যাংশ করা হয়েছিলো।

___________________________________
Enjoy & stay connected with us!