ঘোড়ার হাটের বিচিত্র ঘোড়া | Horse market in Jamalpur | পাঁচফোড়ন - ঈদুল আজহা পর্ব ২০২৩

পৃথিবীর ইতিহাসে ঘোড়া একটি কিংবদন্তিতুল্য চরিত্র। এই প্রাণীর ঘাম আর শ্রমে মানুষ জয় করেছে একের পর এক দেশ। কোন এক কালে ঘোড়া নামটা ছিল একমাত্র যাতায়াতের দ্রুত বাহন। সেকালে কৃষিকাজ, পণ্য বহন কিংবা বাণিজ্যের জন্য এই ঘোড়াই ছিলো মানুষের প্রধান ভরসাস্থল। তবে প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন যান্ত্রিক মেশিন ধীরে ধীরে ঘোড়ার এই স্থান দখল করে নেয়। ফলে আস্তে আস্তে কমতে থাকে ঘোড়ার কদরও। ফলে এখন আর তেমন ঘোড়ার দেখা মেলে না, দেখা যায় না ঘোড়া কেনাবেচার হাটও। তবে আমাদের দেশেই কিছু কিছু অঞ্চলের মানুষ এখনও ঘোড়ার উপর নির্ভরশীল। সেখানে গেলে দেখা মেলে বিভিন্ন জাতের ও বাহারি রঙের ঘোড়া। আর ঘোড়া ক্রয়-বিক্রয়ের সবচেয়ে পুরানো এবং বড় হাটটিও সেখানেই বসে। বলছি জামালপুরের তুলসীপুরের ঘোড়ার হাটের কথা। যার উপর ৩০ জুন, শুক্রবার-২০২৩ (ঈদের দ্বিতীয় দিন) প্রচারিত ঈদুল আজহা উপলক্ষে নির্মিত ‘পাঁচফোড়ন’-নামক একটি ভিন্ন ধারার অনুষ্ঠানে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রচার করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/u-Rrkpm4_ok

___________________________________
Enjoy & stay connected with us!