স্বামী-স্ত্রী’র কর্ম যুক্তিতে কে জেতে কে হারে? | ঈদ ইত্যাদি ২০১৫
কথায় আছে, ‘কর্মই ধর্ম’। তবে এই কর্ম যখন সংসার ধর্মে এসে হানা দেয়, তখন এটা নিয়ে স্বামী-স্ত্রী’র মধ্যে প্রায়ই হানাহানি ঘটে। সংসারের ছন্দ পতন ঘটায়। ২০১৫ সালে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে নাট্য দম্পতি শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী ও নাট্যজন আতাউর রহমানের পরিবেশিত মিউজিক্যাল ড্রামায় চমৎকারভাবে স্বামী-স্ত্রী’র দাম্পত্য কলহের বিষয়টি তুলে ধরা হয়েছে। স্ত্রী বলেন-তিনিই সংসারের সব কাজ করেন। স্বামী বলেন তিনিই করেন-স্ত্রী’র তেমন কোন ভূমিকা নেই। আতাউর রহমান এসে সেলিম-রোজী দম্পতির এই কলহ দেখে বললেন-
‘কিসের কথা কাটাকাটি, এই হলো সংসার-
ঘরে বাইরে যে যার কাজের, সমান দাবিদার’
পুরো অনুষ্ঠান: https://youtu.be/U7ARaSWXY7k
___________________________________
Enjoy & stay connected with us!
‘কিসের কথা কাটাকাটি, এই হলো সংসার-
ঘরে বাইরে যে যার কাজের, সমান দাবিদার’
পুরো অনুষ্ঠান: https://youtu.be/U7ARaSWXY7k
___________________________________
Enjoy & stay connected with us!