ইত্যাদির উপহার গাছ, ‘চারা থেকে বৃক্ষ’ | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

‘আপনাদের সবার জন্যে রয়েছে আমাদের কাছে সবসময়কার জন্য মূল্যবান পুরস্কার বই, রয়েছে পরিবেশ বন্ধু গাছ’ - ইত্যাদির দর্শক মাত্রই এই কথাগুলোর সাথে পরিচিত। কারণ ইত্যাদির প্রতি পর্বেই বিজয়ী দর্শকদের কম্পিউটারের পাশাপাশি গিফট বক্স, বই ও গাছ দেয়া হয়। গাছ মানুষ ও পরিবেশের জন্য এক অমূল্য সম্পদ। বৃক্ষ রোপণে যাতে সবাই উৎসাহিত হয় এবং সবার মধ্যে বৃক্ষ প্রেম ও প্রকৃতি প্রেম জাগিয়ে তুলতেই ইত্যাদিতে উপহার হিসেবে গাছের চারা দেয়া হয়। আর ইত্যাদি সবসময়ই গাছকে ‘পরিবেশ বন্ধু’ হিসেবে উল্লেখ করে। তবে অনেকেই কৌতুহলী হয়ে আমাদের কাছে প্রশ্ন করেন, ‘দর্শকদের যে গাছের চারা দিচ্ছি সেগুলো কী তারা আদৌ রোপণ করেছেন? ১৫/২০ বছর আগে ইত্যাদিতে দেয়া সেই গাছগুলো এখন কত বড় হয়েছে?’-এসব প্রশ্নের উত্তর নিয়েই ২০২৩ সালের জুলাই মাসে মুন্সীগঞ্জে ধারণকৃত ইত্যাদিতে প্রচারিত হয়েছিলো এই পর্বটি।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0

___________________________________
Enjoy & stay connected with us!