ফেরদৌস ওয়াহিদ আর বালামের জমজমাট দর্শকপর্ব | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

ইত্যাদির দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান মুন্সীগঞ্জকে নিয়ে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকদের সাথে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জের সন্তান ৭০/৮০’র দশক থেকে এখন পর্যন্ত জনপ্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী বালাম। নির্বাচিত দর্শকরা ফেরদৌস ওয়াহিদের প্রয়াত চার বন্ধু আজম খান, ফিরোজ সাঁই, ফকির আলমগীর এবং পিলু মমতাজের একটি করে জনপ্রিয় গানের অংশবিশেষ গেয়ে শোনান। তাদের ভুল হলে শুদ্ধভাবে গেয়ে শোনান ফেরদৌস ওয়াহিদ এবং বালাম। শেষে বালাম ও ফেরদৌস ওয়াহিদ এক সাথে ‘এমন একটি মা দে না’ গানটির অংশবিশেষ পরিবেশন করেন। দর্শক ও তারকা শিল্পীদের অংশগ্রহণের এই পর্বটি প্রথম প্রচারিত হয়েছিলো ২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদিতে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0

___________________________________
Enjoy & stay connected with us!