ফারহানের মনস্তাত্ত্বিক জাদুর বিস্ময় | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

এক সময় আমাদের দেশে জাদু মানেই ছিলো মাথার টুপি থেকে কবুতর, কোটের পকেট থেকে ফুল-ফিতা বের করে আনা, হাতে ডিম নিয়ে গায়েব করে দেয়া কিংবা হাত-পা কেটে ফেলা, মানুষকে শূন্যে ভাসিয়ে দেয়া এ সমস্ত বিষয়। তবে এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের জাদুবিদ্যায়ও আধুনিকতার ছোঁয়া লেগেছে। আসলে জাদু মানেই অবাক করা তাক লাগানো বিস্ময়। আর যিনি দর্শকদের যত বেশি বিস্মিত করতে পারেন, তিনি ততবড় জাদুকর।
ইত্যাদিতে প্রায়ই বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান মানুষদের তুলে ধরতে চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদির মুন্সীগঞ্জ পর্বে উপহার দেয়া হয়েছে জাদুশিল্পী ফারহানুল ইসলামকে। যিনি ব্রাউন ম্যাজিক নামেই বেশি পরিচিত। কানাডা প্রবাসী পেশায় শিক্ষক ফারহান দীর্ঘদিন বিদেশি টেলিভিশনে জাদু প্রদর্শন করলেও দেশের কোন টেলিভিশন পর্দায় এই প্রথম জাদু দেখিয়েছেন। মুন্সীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি একটি মনস্তাত্ত্বিক জাদু প্রদর্শন করেন।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0

___________________________________
Enjoy & stay connected with us!