‘ঈদ সালামির বিড়ম্বনা’ তাৎক্ষণিক অভিনয়ে দর্শকদের সঙ্গে জাহিদ হাসান | ঈদ ইত্যাদি ২০১৫

ঈদের কেনাকাটার সঙ্গে টাকার একটি বড় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে মনে করিয়ে দিতেই ২০১৫ সালের জুলাই মাসে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির দর্শক পর্বের দর্শক বাছাই করা হয়েছিলো প্রতীকী চেক এর মাধ্যমে। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে একাই চারটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। আর পেশাদার অভিনেতা না হয়েও জাহিদ হাসানের মত একজন দক্ষ অভিনেতার সঙ্গে নির্বাচিত দর্শকরাও চমৎকার অভিনয় করেছেন। অভিনয়ের বিষয়বস্তুও ছিলো টাকা দিয়ে ঈদের কেনাকাটা।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/U7ARaSWXY7k

___________________________________
Enjoy & stay connected with us!