Jodi Dekho II Souls II 50 Years of Souls

শেষবার অস্ট্রেলিয়া শো করার সময় আমরা সিডনি প্রবাসী ইফতেখার সুজনের সাথে এই গানটি তৈরি করি। আড্ডার ছলে গান হয়েছে, তাই আমরা নামকরন করেছি আড্ডাবাজি ।

সোলস (পার্থ বড়ুয়া) আমরা কিছু মিউজিশিয়ান,গায়ক-গায়িকা এবং গীতিকারদের সাথে কাজ করেছি , দেশে এবং বিদেশে। এটি হচ্ছে আমাদের প্রথম প্রয়াস । তাই এটা আড্ডাবাজি-০১

ক্যানবেরা (অস্ট্রেলিয়া) এবং বাংলাদেশে ভিডিও টি একেবারেই অপেশাদারগত ভাবে ধারন করা হয়েছে। আমরা গান শোনাতে চাই , ধারণকৃত ভিডিও টি প্রাসঙ্গিক কিন্তু মুখ্য নয়।

সোলস এর ৫০ বছর পূর্তিতে এই বিশ্ব ভ্রমনে আমরা বাংলাদেশের বাইরে কিছু গান এভাবে উপস্থাপন করতে চাই এবং করবো।
আমাদের সাথে থাকবেন।

যদি দেখো
সোলস
কথাঃ ইফতেখার সুজন ।