আমি কথা বলি দেশের মাটির জন্য | রেজওয়ানা চৌধুরী বন্যা | ইত্যাদি কুয়াকাটা পর্ব ২০১৯

রেজওয়ানা চৌধুরী বন্যা। একজন প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি শুধু নিজ দেশ নয়, দেশের বাইরে অন্যান্য বাংলা ভাষাভাষী জনগণের কাছেও ব্যাপকভাবে সমাদৃত। ২০১৯ সালে স্বাধীনতার মাস মার্চে প্রচারিত ইত্যাদির পটুয়াখালীর কুয়াকাটা পর্বে পটুয়াখালীর সন্তান রেজওয়ানা চৌধুরী বন্যাকে দিয়ে একটি দেশের গান করানো হয়।

গান: আমি কথা বলি দেশের মাটির জন্য।
Song: Ami Kotha Boli Desher Matir Jonno
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
Lyricist: Mohammad Rafiquzzaman
সুর ও সংগীতায়োজন: ফরিদ আহমেদ।
Tune & Music Arrangement: Farid Ahmed
শিল্পী: রেজওয়ানা চৌধুরী বন্যা।
Singer: Rezwana Choudhury Bannya
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
Production: Fagun Audio Vision
___________________________________________________
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।
Planning & Direction by: Hanif Sanket
___________________________________________________

পুরো অনুষ্ঠান: https://youtu.be/P6Vn3LO5iFM