রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে | পাঁচফোড়ন - ঈদুল আজহা পর্ব ২০২৩

একসময় বাংলার কৃষিভিত্তিক সমাজে গরু বা গবাদিপশু ও রাখাল বিষয়টি খুবই সাধারণ বিষয় ছিল। তবে আজকাল পশুপালনকে খামারের মধ্যে সীমাবদ্ধ করে ফেলায়, ছোটবেলায় পড়া ‘রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে’-এই শিশুতোষ ছড়ার মত দৃশ্য তেমন একটা চোখে পড়ে না। তবে আমরা এমন একজন রাখালের সন্ধান পেয়েছি যেই রাখাল প্রতিদিন সকালে গরুর পাল লয়ে যায় মাঠে। তাও ১/২টি নয়, প্রায় ৭০টি পরিবারের গরু তিনি একাই মাঠে নিয়ে চরান। প্রতিদিন সকালে সবার বাড়ি থেকে গরু নিয়ে মাঠে চরিয়ে সন্ধ্যায় আবার যার যার বাড়িতে ফিরিয়ে দিয়ে যান তিনি।
ব্যতিক্রমধর্মী এই রাখালের উপর ৩০ জুন, শুক্রবার-২০২৩ (ঈদের দ্বিতীয় দিন) প্রচারিত ঈদুল আজহা উপলক্ষে নির্মিত ‘পাঁচফোড়ন’-নামক একটি ভিন্ন ধারার অনুষ্ঠানে একটি প্রতিবেদন প্রচার করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/u-Rrkpm4_ok

___________________________________
Enjoy & stay connected with us!