নিরাপদ খাদ্য সন্ধানে বাবুর্চির রন্ধনশালায় | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

বেঁচে থাকার জন্য খাদ্য জরুরি হলেও তার চেয়ে বেশি জরুরি নিরাপদ খাদ্য। অনিরাপদ খাদ্য শুধু স্বাস্থ্য ঝুঁকিরই কারণ নয়, বরং দেহে রোগের বাসা বাঁধারও অন্যতম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী প্রতি দশজনের মধ্যে একজন খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেন না-দৈনন্দিন জীবনে সে যা খাচ্ছে তা কি আদৌ নিরাপদ খাবার? জানেন না নিরাপদ খাদ্য আইন কাকে বলে। এ বিষয়ে সাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদির মুন্সীগঞ্জ পর্বে একটি সচেতনতামূলক নাট্যাংশ করা হয়। যাতে অভিনয় করেছেন মীর সাব্বির, শাহেদ আলী ও শামীম আহমেদ। উল্লেখ্য নিরাপদ খাদ্য যেমন সবার জন্য প্রয়োজন, তেমনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে সচেতনতার সঙ্গে স্বীয় দায়িত্ব পালন করতে হবে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0

___________________________________
Enjoy & stay connected with us!