অফিসে আসিয়া আমি মনে মনে বলি... | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

এখনকার প্রি-স্কুল বা প্রাক বিদ্যালয় পদ্ধতি শুরুর আগে তখনকার সময়ের ছেলেমেয়েদের কাঠ পেন্সিল ধরার শুরুতে হলুদ রঙের আদর্শলিপি বই ধরতে হতো। উচ্চস্বরে বিভিন্ন উপদেশ বাক্য পড়তে হতো, যেমন অ-তে ‘অসৎ সঙ্গ ত্যাগ করো’ বা আ-তে ‘আলস্য দারিদ্র্যের লক্ষণ’ কিংবা ‘কটুবাক্য বলা অনুচিত’, ‘নম্র হইতে চেষ্টা কর’, ‘হঠকারিতা বড় দোষ’, কবিতা ছিলো, ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি’-ইত্যাদি। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে সেই আদর্শলিপি এখন প্রায় হারিয়েই গেছে। হারিয়ে গেছে ছোটবেলায় যারা এসব পড়েছেন তাদের অনেকের মন থেকেও। আর যারাওবা মনে রেখেছেন তাদের অনেকেই তাদের দৈনন্দিন জীবনে কিংবা কর্মক্ষেত্রে এসব মেনেও চলেন না। তবে জনৈক অফিস কর্তা তার অধিনস্ত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম করে সপ্তাহে একদিন সমস্বরে এসব পড়ান। কিন্তু কেন? সেটাই দেখুন ২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদির মুন্সীগঞ্জ পর্বে প্রচারিত এই নাট্যাংশে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0

___________________________________
Enjoy & stay connected with us!