নিজেরে সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা বিরোধী বিক্ষোভ, বাড়ছে রাশিয়ার প্রতি সমর্থন।BBC News বাংলা

#niger #france #russia
পশ্চিম আফ্রিকার দেশ নিজেরে সম্প্রতি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম।

২৬শে জুলাই মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করেন তারই নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা।

১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পায় পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় দেশ নিজের।

স্বাধীনতা পাওয়ার পর থেকে নিজেরে চারটি সামরিক অভ্যুত্থান ঘটেছে। একইসাথে দেশটিতে অসংখ্য সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা হয়েছে।

নিজেরের জনসংখ্যা ২ কোটি ৪৪ লাখ। দেশটির প্রতি পাঁচ জনের দুজন চরম দারিদ্রের মধ্য বাস করে।

আয়তনে পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় এই দেশটিকে সাহেল অঞ্চলের ইসলামপন্থী জঙ্গিবাদ মোকাবেলার অন্যতম অংশীদার হিসেবে মনে করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

এবারের অভ্যুত্থানের পর থেকে নিজেরের বিভিন্ন শহরে অভ্যুত্থানের সমর্থনে র‍্যালি করতে ও স্লোগান দিতে দেখা গেছে মানুষকে। এসব র‍্যালিতে অংশগ্রহণকারীদের ফ্রান্সের বিরোধিতা করে ও রাশিয়ার সমর্থন করতে দেখা যায়।

নিজেরে অভ্যুত্থানের পেছনে কারণ কী? সেখানে ফ্রান্স বিরোধী ও রুশ সমর্থক বিক্ষোভ করছে কেন মানুষ?

*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ, ক্লিক এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব। নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: https://www.bbc.co.uk/bengali​​​
ফেসবুক: https://facebook.com/BBCBengaliServic...
টুইটার: https://twitter.com/bbcbangla

#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews