জোহানেসবার্গে নেলসন ম্যান্ডেলার কারাগারে একদিন | ইত্যাদি নীলফামারী পর্ব ২০১৮

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটো অঞ্চলের ভিলাকাজি স্ট্রিটে শান্তি, সমঝোতা ও মিলনের প্রতীক, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার পুরোনো বাড়ি। বর্তমানে এটি একটি ছোট জাদুঘর। এই দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সমুদ্র উপকূলের অদূরে অবস্থিত মাত্র ছয় বর্গকিলোমিটারের দ্বীপের সুরক্ষিত কারাগারেই ম্যান্ডেলা কাটিয়েছেন তাঁর ২৭ বছর কারাজীবনের মধ্যে ১৮ বছর। ২০১৮ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদির নীলফামারীর উত্তরা ইপিজেডে ধারণকৃত পর্বে নেলসন ম্যান্ডেলার বাড়ি, রোবেন দ্বীপে কাটানো ম্যান্ডেলার বন্দিজীবনের স্মৃতি ছাড়াও তুলে ধরা হয় নেলসন ম্যান্ডেলা স্কয়ার, দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গ এবং এখানকার ছবির মত সুন্দর গ্রাম হার্টবিসপোর্ট।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/K_mWVZYmkmE

___________________________________
Enjoy & stay connected with us!