ঘটনা ঘটলে টনক নড়ে | ইত্যাদি সিলেট পর্ব ২০১১

একটি কথা বাংলা প্রবাদ-প্রবচনে বহুকাল ধরেই চালু আছে, ‘চোর পালালে বুদ্ধি বাড়ে।’ তবে আমাদের দেশে ইদানিংকালে যেন এই কথাটির যথার্থটা প্রমাণের হিড়িক পড়েছে চারিদিকে। একেকটি দুর্ঘটনা ঘটে, আর এরপরেই কর্তৃপক্ষের টনক নড়ে। তদন্ত কমিটি গঠিত হয়-বিশেষজ্ঞ আসে। একপক্ষ অন্যপক্ষকে দোষারোপ করে। এরপর দিন যায়, মাস যায়, ঘটনার পেছনে আরেকটি ঘটনা ধাক্কা দেয়। আগের ঘটনাটি যেন ধাক্কা খেয়ে হারিয়ে যায়। নতুন ঘটনার পেছনে ছুটতে গিয়ে পুরনো ঘটনা ভুলে যাই আমরা। তবে প্রতিটি নতুন ঘটনার সময়ই ‘চোর পালালে বুদ্ধি বাড়ে’ এই উপলব্ধি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই যে চোর পালালে বুদ্ধি বাড়ে কিংবা ঘটনা ঘটার পরে কর্তৃপক্ষের টনক নড়ে, এটা এখন এত বেশি ঘটছে যে- জনৈক চোর এই উপলব্ধি থেকে চুরি করে পালানোর আগে ধরা পড়বে না জেনে দিনে-দুপুরেই চুরি করতে ঢুকেছে একটি গৃহে। এরপর কি ঘটলো সেখানে, দেখুন এই নাট্যাংশে। নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ২০১১ সালের অক্টোবর মাসে প্রচারিত ইত্যাদির সিলেট পর্বে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/qb4aiRdgDF0

___________________________________
Enjoy & stay connected with us!