তুমি চন্দ্র সূর্য | তাহসান | Tumi Chondro Surjo | Tahsan | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

ইত্যাদি যখন যে স্থানে ধারণ করা হয়, অনুষ্ঠানে সেখানকার স্থানীয় শিল্পীদের সম্পৃক্ত করার চেষ্টা করা হয়। সেই সূত্র ধরেই এবারের অনুষ্ঠানে মুন্সীগঞ্জের সন্তান জনপ্রিয় শিল্পী তাহসান পরিবেশন করেছেন একটি নতুন গান। শিল্পী তাহসান খান কেবলই দর্শক-শ্রোতার কাছে শুধু একজন কণ্ঠশিল্পীই নন, তিনি একজন গুণী অভিনয় শিল্পী। এছাড়াও আরো অনেক পরিচয় ও সুখ্যাতি রয়েছে তাহসান খানের। ইত্যাদির জন্য তাহসানের গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0

___________________________________________________