বড়শিতে গাঁথা চার বোনের জীবন সংগ্রাম | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত ইত্যাদির মুন্সীগঞ্জ পর্বে বরগুনা জেলার তালতলী উপজেলার নিওপাড়া গ্রামের হাচেন মোল্লার চার কন্যা-রহিমা, হালিমা, ফাতেমা ও জরিনা’র উপর একটি মানবিক প্রতিবেদন প্রচার করা হয়। বর্তমানে যাদের কারো স্বামীই কর্মক্ষম নয়। তাই বেঁচে থাকার সংগ্রামে নামতে হয় এই চার নারীকেই। আয়ের অন্য কোন উৎস এবং পুঁজি না থাকায় দীর্ঘ ৪০ বছর ধরে বড়শি দিয়ে মাছ শিকার করছেন তারা। বড়শিতে মাছ উঠলে তাদের খাবার জোটে, নইলে থাকতে হয় অনাহারে। যেন বড়শিতে গাঁথা চার বোনের জীবন। আসলে আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে এমনি অনেক রহিমা, হালিমা, ফাতেমা, জরিনা আছে, যাদের একটুখানি সহায়তা দেয়ার কেউ নেই। তাই যুগ যুগ ধরে এভাবেই অনাহারে অর্ধাহারে সংসারের বোঝা বয়ে যাচ্ছেন তারা।
ইত্যাদির মাধ্যমে এই চার বোনকে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং বিবেক বোধে সচ্ছল মানুষদের এইসব অসহায় মানুষগুলোর প্রতি সমব্যাথী হওয়ার আহ্বান জানানো হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0

___________________________________
Enjoy & stay connected with us!