পরের জায়গা পরের জমিন | জাহিদ | বাদশা | শাহজাহান | ইত্যাদি মুন্সীগঞ্জ পর্ব ২০২৩

একদিকে পাহাড়, অন্যদিকে উথালপাথাল ঢেউ। নীল জলরাশি। বঙ্গোপসাগরের এই অপরূপ সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করার জন্য দেশ-বিদেশের নানান পর্যটকরা এখানে ভীড় করেন। তাদের আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দেয় এখানকার সৈকত শিশুদের গান। কোন ধরণের বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় গাওয়া তাদের গান শুনে মুগ্ধ হন এখানে আগত পর্যটকরা। অথচ কোন প্রথাগত পদ্ধতিতে তারা গান শেখেননি, রেডিও, টেলিভিশন কিংবা মোবাইলে গান শুনে শুনেই তাদের গান শেখা। এদের মধ্যে ‘মধু হই হই’ গানটি গেয়ে সারা দেশে জনপ্রিয়তা পায় সৈকত শিল্পী জাহিদ। রাতারাতি তারকায় পরিণত হয় সে। এবারের ইত্যাদিতে জাহিদসহ একটি গানে অংশ নিয়েছেন সৈকত শিশু বাদশা ও শাহজাহান। সম্মিলিতভাবে তারা গেয়েছেন আমাদের লোকগানের সম্রাট আবদুল আলীমের গাওয়া একটি পল্লীগীতি। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন খ্যাতনামা গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী আবদুল লতিফ।

গান: পরের জায়গা পরের জমিন...
কথা ও সুর: আবদুল লতিফ।
মূল শিল্পী: আবদুল আলীম।

পুনঃসংগীত পরিচালনা: আকাশ মাহমুদ।
কণ্ঠশিল্পী: জাহিদ। বাদশা। শাহজাহান
নির্মাণ: ফাগুন অডিও ভিশন
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/IMzROjrQ4l0


পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই

Porer Jayga Porer Jomin
Ghor Banaiya Ami Roy
Ami Toh Shei Ghorer Malik Noi


___________________________________
Enjoy & stay connected with us!