চরিত্র ভালো করার মহৌষধ ‘চরিত্র বড়ি’ | ঈদ ইত্যাদি ২০২৩

চরিত্র নিয়ে আমাদের সমাজে প্রচলিত একটি কথা হল-‘চরিত্রই সম্পদ’। অথচ সমাজে এমন অনেক মানুষ রয়েছেন শত চেষ্টা করেও যাদের সৎ পথে আনা যায় না। এদের এই মন্দ স্বভাব নিয়ে একটি প্রবাদ বাক্য রয়েছে, ‘কয়লা ধুলে ময়লা যায় না’। এ ধরণের লোকদের চরিত্র ঠিক করা যাবে না জেনেও, এদের চরিত্র সংশোধনের শেষ চেষ্টা হিসেবে জনৈক ব্যক্তি বিক্রি করছেন একটি বিশেষ ধরণের অ্যান্টিবায়োটিক ‘ক্যারেক্টার ট্যাবলেট’, সংক্ষেপে ‘চরিত্র বড়ি। চলুন দেখি তাতে কতটুকু কাজ হয়! নেতিবাচক চরিত্রের মানুষদের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদের এই নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ২৩-এপ্রিল ২০২৩ তারিখে (ঈদের পরদিন) প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/U1Pehh3bsec

___________________________________
Enjoy & stay connected with us!