বহুল প্রচারিত রিপোর্টার | পাঁচফোড়ন - ঈদুল আজহা পর্ব ২০২৩

টেলিভিশন বিশেষ করে বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠার পর দেশে একদল নতুন তারকার আবির্ভাব ঘটে, সংবাদ তারকা বা তারকা সাংবাদিক। বস্তুনিষ্ঠ, অনুসন্ধানী, বৈচিত্র্যময় ও সৎ সাংবাদিককতার কারণে টিভি, সিনেমার অভিনয় তারকাদের পাশাপাশি সাধারণের কাছে তারাও তারকার মর্যাদা পান। তবে ইদানিং সংবাদ শুরুর আগে সংবাদ পাঠিকা একবার সাংবাদিকের নাম উচ্চারণ করেন, তারপর সাংবাদিক নিজে তার নাম বলেন, নিউজ শেষ করার পর আবারও সংবাদ পাঠিকা সাংবাদিকের নাম বলেন, কিছু কিছু ক্ষেত্রে টেলিভিশন স্ক্রীনেও সাংবাদিকের নাম ভেসে উঠে, আর সশরীরে উপস্থিতিতো আছেই। টেলিভিশনে সংবাদ দেখতে বসে কোন কোন দর্শকের কাছে সংবাদের মধ্যে এতবার সংবাদদাতার নাম বলাটা প্রশ্নের জন্ম দেয়। এর উপরেই ৩০ জুন, শুক্রবার-২০২৩ (ঈদের দ্বিতীয় দিন) প্রচারিত ঈদুল আজহা উপলক্ষে নির্মিত ‘পাঁচফোড়ন’-নামক একটি ভিন্ন ধারার অনুষ্ঠানে একটি নাট্যাংশ প্রচারিত হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/u-Rrkpm4_ok

___________________________________
Enjoy & stay connected with us!