মাইনুল মাজেদিনের সময় জাদুঘরে দুর্লভ সব সময় ঘড়ি | ইত্যাদি সুনামগঞ্জ পর্ব ২০১৮

স্মার্টফোনের এই যুগে সময়ের হিসাব রাখতে ঘড়ির প্রয়োজনীয়তা খুব একটা নেই। কিন্তু তারপরও শুধু বাংলাদেশই নয়, বিশ্ববাজারেও হাতঘড়ির চাহিদা বেড়েছে। কারণ শুধু সময় জানাতে নয়, হাতের ঘড়িটি একজন মানুষের ব্যক্তিত্বও প্রকাশ করে থাকে। ঘড়ি একটি ফ্যাশন অনুসঙ্গও বটে। অনেকে আবার শখের বসেও ঘড়ি সংগ্রহ করেন। ‘শখ’ এমন একটি শব্দ যা প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শখ পূরণের ইচ্ছা প্রত্যেক মানুষকে তাড়িয়ে বেড়ায়। আশুলিয়ার মাইনুল মাজেদীন তেমনই একজন ব্যক্তি। ছোটবেলা থেকে ঘড়ির প্রতি তার আকর্ষণ। তাঁর কাছে রয়েছে পৃথিবীর বিখ্যাত সব ঘড়ি-দামি ঘড়ি, নামি ঘড়ি, শত বছরের পুরনো ঘড়িসহ নানান আকৃতি ও নানা প্রকৃতির হাতঘড়ি। এছাড়াও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত ৭৫টি ঘড়ি রয়েছে তার সংগ্রহশালায়। আর এইসব সংগৃহীত ঘড়ি দিয়ে তিনি তার ঘরটাকেই বানিয়ে ফেলেছেন একটি ছোটখাট সময় জাদুঘর। ২০১৮ সালের নভেম্বর মাসে প্রচারিত সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার টেকেরঘাটে ধারণকৃত পর্বে তার এই সংগ্রহের উপর একটি প্রতিবেদন প্রচার করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/L45oMqXNlcs

___________________________________
Enjoy & stay connected with us!