যে শহরে সবকিছুই দুটো

ইউরাপের দেশ বেলজিয়াম আর নেদারল্যান্ডস সীমান্তে অবস্থিত শহর বার্লে৷ এই শহরের অনেককিছুই দুটো করে আছে৷ যেমন দুটি পুলিশ ইউনিট, দুটি গির্জা, দুটি ডাক ব্যবস্থা, দুটি টাউন হল৷ শহরের একটি অংশের নাম বার্লে নাসাউ আরেক অংশের নাম বার্লে হেয়ারটখ৷

ইউটিউবে ডয়চে ভেলেকে সাব্সক্রাইব করুন: http://bit.ly/2EQqAFJ
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali