গরু খাওয়া ব্যায়াম | পাঁচফোড়ন - ঈদুল আজহা পর্ব ২০২৩

ঈদ হলো আনন্দের দিন। এদিন সবাই একটু ভালো-মন্দ খায়। আর কোরবানির ঈদের অন্যান্য খাবারের সঙ্গে মূল আয়োজন হলো বিভিন্ন রকমের গোশত খাওয়া। কিন্তু ‘হাই প্রেশার’, ‘ডায়াবেটিস’, ‘হার্ট প্রবলেম’ এই শব্দগুলো যেন পেছন থেকে তাড়া করতে থাকে। তাই শারীরিক জটিলতার ভয়ে অনেকেই খাওয়া-দাওয়ার ব্যাপারে ঈদের সময় বাড়তি সাবধানতা অবলম্বন করে থাকেন। নিয়ে থাকেন বাড়তি শারীরিক প্রস্তুতিও। তেমনি একজনকে দেখা গেলো ৩০ জুন, শুক্রবার-২০২৩ (ঈদের দ্বিতীয় দিন) প্রচারিত ঈদুল আজহা উপলক্ষে নির্মিত ‘পাঁচফোড়ন’-নামক একটি ভিন্ন ধারার অনুষ্ঠানে।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/u-Rrkpm4_ok

___________________________________
Enjoy & stay connected with us!