আচার আচরণে সব হয়, গড়নে নয় | ইত্যাদি মার্চ ১৯৯৬ পর্ব |

বিচিত্র চরিত্রের মানুষ আছে আমাদের এই সমাজে। বিচিত্র তাদের স্বভাব। তবে আমরা সবাই চাই মানুষ নিজে ভাল থাকুক, অন্যকে ভাল রাখুক। তাহলেই সে নন্দিত হবে, নইলে নিন্দিত। কারণ মানুষের মানসিকতা ভাল না হলে মনের সৌন্দর্য যেমন খুঁজে পাওয়া যায় না, তেমনি অভাব দেখা যায় ভাল স্বভাবের মানুষের। ‘আচার আচরণে সব হয় গড়নে নয়, কর্মগুণে সবার নামটি স্মরণে রয়’ এই কথার উপরেই ১৯৯৬ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদিতে একটি দলীয় সংগীত করা হয়। যে গানটিতে অংশগ্রহণ করেছেন ক’জন অভিনয় শিল্পী এবং ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ।

গান: আচার আচরণে সব হয়, গড়নে নয়...
কথা: হানিফ সংকেত।
সুর ও সংগীত পরিচালনা: প্রণব ঘোষ।
শিল্পী: হানিফ সংকেত, প্রণব ঘোষ, এস ডি রুবেল, কৃষ্ণা, শুকলা, সোমা, বেলাল ও সানি।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।


___________________________________
Enjoy & stay connected with us!