যমজ স্কুলের ১০ জোড়া যমজ শিক্ষার্থী | পাঁচফোড়ন - ঈদুল আজহা পর্ব ২০২৩

ঠাকুরগাঁও সদর উপজেলায় অবস্থিত ‘মথুরাপুর পাবলিক হাই স্কুলটি বাইরে থেকে প্রথম দেখায় মনে হবে, দেশের আর দশটা স্কুলের মতই চারপাশে ছায়াঘেরা সামনে বিশাল মাঠ নিয়ে পুরানো ধাঁচের একটি স্কুল এটি। তবে ভেতর পা রাখতেই আপনি চমকে যাবেন। কারণ এই প্রতিষ্ঠানে দশ জোড়া (বিশজন) যমজ শিক্ষার্থী পড়ালেখা করছে। প্রতিষ্ঠানটিতে যমজদের নিয়মিত পাঠদানে অনেকটা উচ্ছ্বসিত সংশ্লিষ্টরা। তবে শিক্ষার্থীরা যমজ হওয়ায় মাঝে মাঝেই একজনের পরিবর্তে অন্যজনকে প্রশ্ন করে অনেকটা অপ্রস্তুত অবস্থায় পড়তে হয় শিক্ষকদের। ‘যমজদের বিদ্যালয়’ নামে পরিচিত এই স্কুলের উপর ৩০ জুন, শুক্রবার-২০২৩ (ঈদের দ্বিতীয় দিন) প্রচারিত ঈদুল আজহা উপলক্ষে নির্মিত ‘পাঁচফোড়ন’-নামক একটি ভিন্ন ধারার অনুষ্ঠানে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রচার করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/u-Rrkpm4_ok

___________________________________
Enjoy & stay connected with us!