সিলেটের চার সংগীত সাধকের জীবন কথা | ইত্যাদি সুনামগঞ্জ পর্ব ২০১৮

বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলা শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা। বিভিন্ন লোকসংগীত বিশেষ করে বাউল ও মরমী গান হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলার ভাটি বাংলার মানুষের প্রাণ। এসব গান বাংলা সাহিত্যের প্রাচীন লোক ঐতিহ্যের অনবদ্য ফসল। যুগ যুগ ধরে এ মাটিতে জন্মেছেন তত্ত্বসাহিত্যের দেশবরেণ্য অনেক কবি, সাধক ও বাউল। তাঁদের মধ্য থেকে মরমী কবি-সাধক ও জমিদার দেওয়ান হাসন রাজা, বৈঞ্চব কবি ও ধামালি নৃত্যের প্রবর্তক রাধারমণ দত্ত, জ্ঞানের সাগর দুর্বিন শাহ ও বাউল সম্রাট শাহ আবদুল করিমের উপর একটি প্রতিবেদন প্রচারিত হয় ২০১৮ সালের নভেম্বর মাসে প্রচারিত ইত্যাদিতে। পর্বটি ধারণ করা হয় সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার টেকেরঘাটে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/L45oMqXNlcs

___________________________________
Enjoy & stay connected with us!