সচেতন অভিভাবক যখন অচেতন | ইত্যাদি আগস্ট ১৯৯৬ পর্ব |

সন্তানকে মানুষ করার মুখ্য ভূমিকা অভিভাবকদেরই। তবে সন্তানের ভরণ-পোষণ ও শিক্ষার খরচ চালিয়ে গেলেই দায়িত্ব শেষ, এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে এসে সন্তানকে সুন্দর পারিবারিক পরিবেশ ও সঠিকভাবে নৈতিক মূল্যবোধের শিক্ষায় মানুষ হয়ে উঠতে সহযোগিতা করাই প্রত্যেক অভিভাবকের মূল লক্ষ্য হওয়া উচিত।
আবার আমাদের সমাজে এমন অনেক অভিভাবক রয়েছেন যারা এসব জানেন, জেনে অন্যকেও উপদেশ দেন কিন্তু নিজের সন্তানের বেলায় অন্ধ স্নেহে, অন্ধ বিশ্বাসে এসব মানেন না। সন্তান কোথায় যায়, কি করে, কাদের সঙ্গে মেশে-এসব বিষয়ে অভিভাবকরা লক্ষ্য না রাখলে কি হতে পারে সেটাই তুলে ধরা হয়েছে এই নাট্যাংশে। নাট্যাংশটি প্রথম প্রচারিত হয় ১৯৯৬ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদিতে।

___________________________________
Enjoy & stay connected with us!