বিশ্ব সভাতে সূর্য আমার বাংলাদেশ | সাবিনা ইয়াসমিন | Sabina Yasmin | ঈদ ইত্যাদি ২০২৩

বিশ্ব সভাতে সূর্য আমার বাংলাদেশ | Bisso Sobate Surjo Amar Bangladesh |
সাবিনা ইয়াসমিন | Sabina Yasmin |

গত ২৩-এপ্রিল ২০২৩ তারিখে প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদির সবশেষ পরিবেশনা ছিলো একটি দেশের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন আমাদের সংগীতের বিস্ময় সাবিনা ইয়াসমিন। আর ইত্যাদির আমন্ত্রণে এই গানের চিত্রায়নে সাবিনা ইয়াসমিনের সঙ্গে অংশ নিয়েছেন আমাদের ক্রীড়া জগতের গৌরব বাংলাদেশ নারী ফুটবল দল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল। আমাদের অহংকার এই নারী ক্রীড়াবিদদের এর আগে আর কোন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি। আর ইতঃপূর্বে তারা কোন গানের সঙ্গেও কোরিওগ্রাফি করেননি। এই নারী ক্রীড়াবিদদের অনেকেই মফস্বল ও প্রান্তিক জনগোষ্ঠী থেকে এসে কঠোর লড়াই-সংগ্রাম করে নিজের শ্রম, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেছেন। সামাজিক ও পারিপার্শ্বিক বৈরিতাসহ নানান প্রতিকূলতাকে জয় করে দেশের জন্য বয়ে এনেছেন বিরল সম্মান। গানটির চিত্রায়নে শিল্পী ও খেলোয়াড়দের সঙ্গে কোরিওগ্রাফিতে অংশ নিয়েছে নেভি এ্যাংকোরেজ স্কুল এন্ড কলেজের শতাধিক নৃত্যশিল্পী।

গান: বিশ্ব সভাতে সূর্য আমার বাংলাদেশ...
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান।
সুর ও সংগীত পরিচালনা: আকাশ মাহমুদ।
শিল্পী: সাবিনা ইয়াসমিন।
কোরিওগ্রাফি: মনিরুল ইসলাম মুকুল।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।

___________________________________
Enjoy & stay connected with us!