জ্যাকেট পটেটো | Bangla Recipe for Jacket Potatoes

তৈরী করেছি ওয়েস্টার্ন ফুড জ্যাকেট পটেটো। জ্যাকেট পটেটো অনেকভাবে খাওয়া যায়, মেইন ডিস হিসেবে বা স্টেক জাতীয় খাবারের সাথে সাইড ডিস হিসেবে। যেভাবেই খাই, তৈরী - পরিবেশন - খাবারের প্রক্রিয়াটি শেষ করতে হবে গরম গরম। তার আগে দেখে নি তৈরীর প্রক্রিয়া।
তৈরী করতে লাগছে:
প্রয়োজন মতো আলু
প্রয়োজন মতো গোল মরিচের গুঁড়ি
প্রয়োজন মতো চিজ
প্রয়োজন মতো বাটার
প্রয়োজন মতো লবণ
প্রয়োজন মতো রান্নার তেল

এরকম আরও রান্না দেখতে এবং আমার সাথে যোগাযোগ করতে http://rumana.net সাইটে ভিজিট করতে পারেন।