এগ মাফিন | Bangla Recipe of Egg Muffins

খুব মজাদার একটা খাবার এগ মাফিন। চট্ পট্ গেস্টদের আপ্যায়ন করতে বা বাচ্চার স্কুলের টিফিনে এগ মাফিন একটা ভালো আইটেম। মাত্র পাঁচ মিনিটে শিখে নিন এগ মাফিন তৈরীর প্রক্রিয়া

৬টি এগ মাফিন তৈরী করতে যা যা লাগছে...
৩টি ডিম
প্রয়োজন মতো ক্যাপসিকাম
প্রয়োজন মতো টমেটো
প্রয়োজন মতো পেঁয়াজ
প্রয়োজন মতো চিকেস সসেজ
প্রয়োজন মতো ধনে পাতা কুঁচি
আধা কাপ দুধ
প্রয়োজন মতো চিজ
প্রয়োজন মতো গোলমরিচ গুঁড়ি
আধা চা চামুচ লবণ
আধা চা চামুচ বেকিং পাউডার
প্রয়োজন মতো রান্নার তেল

এরক আরও রান্না পাওয়া যাবে আমার ব্লগ: http://rumana.net ঠিকানায়।