শুভ্র দেব ও সেলিম চৌধুরীর কণ্ঠে সিলেটের চার মরমি সাধকের গান | ইত্যাদি সুনামগঞ্জ পর্ব ২০১৮

সুনামগঞ্জের সমৃদ্ধ লোকভান্ডারের এক বিশাল অংশজুড়ে রয়েছে মরমি গান। এ মাটি আবহমানকাল ধরে বাংলার লোকগীতিকে করেছে সমৃদ্ধ। এ অঞ্চলের সাধকগণ তাঁদের অন্তরের নির্যাস সুরের মাধ্যমে ব্যক্ত করেছেন মরমি গানে। সুনামগঞ্জের চারজন বিখ্যাত মরমি সাধকের বিখ্যাত চারটি গানের অংশবিশেষের সমন্বয়ে সিলেটেরই সন্তান জনপ্রিয় সংগীত শিল্পী শুভ্রদেব ও সেলিম চৌধুরীর কণ্ঠে একটি গান পরিবেশিত হয় ২০১৮ সালের নভেম্বর মাসে প্রচারিত সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার টেকেরঘাটে ধারণকৃত পর্বে।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/L45oMqXNlcs

___________________________________
Enjoy & stay connected with us!