নেদারল্যান্ডস এর মোতালেব ও তার প্রতিষ্ঠান | ইত্যাদি কুয়াকাটা পর্ব ২০১৯

পটুয়াখালী জেলার বাউফলের ধুলিয়া গ্রামের মোতালেব। ৫ বছর বয়সে ক্ষুধা ও অভাবের তাড়নায় যিনি বাড়ি থেকে পালিয়ে যান। এরপর একজন ডাচ্ ভদ্রলোক তাকে হল্যান্ড নিয়ে যান। এরপর নিজের শিকড়ের খোঁজে বারবার বাংলাদেশে এসে দীর্ঘ ১৭ বছর পর তিনি ফিরে পান নিজ পরিবার। ইত্যাদিতে প্রচারের পর মোতালেবের পরিবারকে খুঁজে পাওয়ার ঘটনাটি আমাদের দেশে এবং বিদেশে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর মোতালেব দেশে আসেন তার নিজ গ্রামের মানুষের জন্য কাজ করতে, গড়ে তোলেন এতিমখানা, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান। বর্তমানে মোতালেবের কার্যক্রম শুধু তার গ্রামেই সীমাবদ্ধ নয়, বিস্তৃতি লাভ করেছে ৮টি উপজেলায়। মোতালেবের এসব মানবিক কর্মকাণ্ডের উপর ২০১৯ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদির পটুয়াখালীর কুয়াকাটা পর্বে একটি প্রতিবেদন প্রচার করা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/P6Vn3LO5iFM

মোতালেবের উপর প্রচারিত প্রথম প্রতিবেদন: https://youtu.be/8acppvmU88I

___________________________________
Enjoy & stay connected with us!