মৌমাছির সঙ্গে এতিমদের বসবাস ও তাড়াশের সরিষা মধু | ইত্যাদি কুয়াকাটা পর্ব ২০১৯

মৌমাছি সাধারণত বনে জঙ্গলে, গাছের ডালে, গাছের কোটরে, মাটির গর্তে, দালানের সুবিধামতো জায়গায় মৌচাক তৈরি করে থাকে। তবে বর্তমানে জ্ঞান-বিজ্ঞানের ক্রমোন্নতির সাথে সাথে অনেক কিছু সহজসাধ্য হয়েছে। প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে প্রাকৃতিক মৌমাছিকেও পোষ মানানো সম্ভব হয়েছে। ২০১৯ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদির পটুয়াখালীর কুয়াকাটা পর্বে প্রাকৃতিক মৌচাক ও কাঠের বাক্সে কৃত্রিমভাবে মৌচাষের উপর একটি প্রতিবেদন প্রচার করা হয়। প্রতিবেদনটিতে সিরাজগঞ্জের একটি মৌচাষ প্রকল্প এবং যশোর জেলার একটি মহিলা মাদ্রাসা ও এতিমখানায় প্রাকৃতিকভাবে তৈরি হওয়া শতাধিক মৌচাকের উপর বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/P6Vn3LO5iFM

___________________________________
Enjoy & stay connected with us!