টক শো নাকি ঠক শো? | ইত্যাদি সুনামগঞ্জ পর্ব ২০১৮

অনেকের কাছে, টকশো মানে স্রেফ গলাবাজির প্রতিযোগিতা। আবার কিছু কিছু প্রতিযোগিতা শুধু গলাবাজিতেই থেমে থাকে না, সেটা ধরাধরি এবং মারামারির পর্যায়েও পৌঁছে যায়। যেটা আমরা বিভিন্ন চ্যানেলে প্রচারিত অনেক টকশোতেই ইতোমধ্যে দেখেছি। তবে ইদানিং যেটা বেশি চোখে পড়ে সেটা হলো, আজকালকার টকশোতে উপস্থাপকদের কথন অথবা অতিকথনে রুষ্ট হন আমন্ত্রিত ব্যক্তিরা। প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক অতিথিদের আমন্ত্রণ জানিয়ে কাউকেই তার কথা সম্পূর্ণ করতে দেন না অধিকাংশ টকশোর উপস্থাপকরা। গুরুত্বপূর্ণ কথার মাঝখানে তাকে থামিয়ে দেন। তাতে অনেক ক্ষেত্রে দর্শকদের কাছে মূল অর্থের চেয়ে ভুল অর্থ যাবার সম্ভাবনাই বেশি। ইত্যাদির গত ৩০ নভেম্বর ২০১৮ সালে প্রচারিত সুনামগঞ্জে ধারণকৃত পর্বে এই বিষয় নিয়েই একটি নাট্যাংশ প্রচারিত হয়।


পুরো অনুষ্ঠান: https://youtu.be/L45oMqXNlcs

___________________________________
Enjoy & stay connected with us!