ক্রিকেট তারকা ‘আকরাম-আতহার-আমিনুল-আনিসুর’কে নিয়ে ইত্যাদিতে মজার খেলা | ইত্যাদি মার্চ ১৯৯৫ পর্ব

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস, ঐতিহ্য এখন বড্ড বর্ণাঢ্য। তবে আজ থেকে ২৮ বছর আগে অর্থাৎ ১৯৯৫ সালেও বিষয়টা এমন ছিলো না। তখন সবেমাত্র ফুটবলের সঙ্গে ক্রিকেটও গণমানুষের কাছে পৌঁছাতে শুরু করেছে। সেই সময়ের জনপ্রিয় চারজন ক্রিকেট তারকা আকরাম খান, আতহার আলী খান, আমিনুল ইসলাম বুলবুল, আনিসুর রহমানকে নিয়ে ইত্যাদিতে একটি মজার পর্ব করা হয়েছিলো। যেখানে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশিদের ধারাভাষ্যের শুরু যার হাত ধরে সেই শামীম আশরাফ চৌধুরী।
উল্লেখ্য পরবর্তীতে এই চারজন ক্রিকেটারই ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন। যে ট্রফি জয়ের ওপরই আসলে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট। সেই জয়ের হাত ধরেই ওয়ানডে স্ট্যাটাস, তিন বছরের মাথায় প্রবেশাধিকার স্বপ্নের টেস্ট দুনিয়াতেও। চার ক্রিকেট তারকা ও ধারভাষ্যকারকে নিয়ে করা এই পর্বটি প্রথম প্রচারিত হয়েছিলো ১৯৯৫ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদিতে।


___________________________________
Enjoy & stay connected with us!