অনলাইন বনাম অন ফুটপাত | ঈদ ইত্যাদি ২০২৩

কাপড়ের দাম এবং মান অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য কাপড়ের দোকান। আবার স্বল্প দামে ভাল পোশাক পাওয়া যায় রাজধানীর ফুটপাতগুলোতেও। কারণ সেখানেও বসে কাপড়ের হাট। যার মুল ক্রেতা হল নিম্ন ও মধ্য আয়ের মানুষ জন।
অন্যদিকে সময় বাঁচাতে এবং ঘরে বসেই কেনা যায় বলে- দোকানে গিয়ে উল্টেপাল্টে দেখেছুঁয়ে বেচাকেনার জায়গা দখল করে নিচ্ছে আর এক ধরণের কাপড় বিক্রেতা। পাচ্ছে অঢেল অর্ডার। এসব অনলাইন উদ্যোক্তাদের অনেকেই নিজেদের পণ্যের প্রচারের জন্য সময়-অসময়ে লাইভে চলে আসেন।
এই দুই প্রকৃতির দু’জন পোশাক বিক্রেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিলো ঈদ ইত্যাদির একটি টকশোতে, যেখানে উপস্থাপকের কথার জবাবে প্রত্যেকেই তাদের নিজ নিজ অবস্থানের পক্ষে অনড় থেকে বাক্যালাপ চালিয়ে গেছেন। অনুষ্ঠানটি প্রচারিত হয় ২৩-এপ্রিল ২০২৩ তারিখে ঈদের পরদিন।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/U1Pehh3bsec

___________________________________
Enjoy & stay connected with us!