দর্শকদের সঙ্গে অনবদ্য অভিনয়ে-আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষি | ঈদ ইত্যাদি ২০২৩

মরণব্যাধি ক্যানসারের মতো কিছু কিছু সামাজিক ব্যাধি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এসব ব্যাধি দূর করতে সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। সামাজিক দায়বদ্ধতা থেকে ইত্যাদিতে প্রায়শই এসব অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৩-এপ্রিল ২০২৩ তারিখে (ঈদের পরদিন) প্রচারিত ঈদের বিশেষ ইত্যাদিতে এ সময়ের জনপ্রিয় অভিনয় তারকা আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষিকে দিয়ে তিনটি ভিন্ন ভিন্ন সামাজিক সচেতনতামূলক বক্তব্য অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শকের সঙ্গে তারকাদের তাৎক্ষণিক অভিনয় ছিল প্রাণবন্ত ও উপভোগ্য। এই পর্বের মাধ্যমে বদদোষ বর্জন এবং সৎগুণ অর্জনের জন্য ছিলো একটি চমৎকার দিক নির্দেশনা।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/U1Pehh3bsec

___________________________________
Enjoy & stay connected with us!