১৯ বছর পর মোতালেব দুশীর পরিবার খুঁজে পাওয়ার কাহিনী | ইত্যাদি সেপ্টেম্বর ১৯৯৫ পর্ব

১৯৭৬ সালে মাত্র ৫ বছর বয়সে ক্ষুধা ও অভাবের তাড়নায় বাড়ি থেকে পালিয়ে যায় পটুয়াখালী জেলার বাউফলের ধুলিয়া গ্রামের মোতালেব। এরপর একজন ডাচ্ ভদ্রলোক তাকে হল্যান্ড নিয়ে যান। হল্যান্ডে মোতালেবের ১৭টি বছর কেটে যায়। কিন্তু নিজের শিকড়ের খোঁজে বাংলাদেশে বারবার এসে অনেক খোঁজাখুঁজির করে দীর্ঘ দেড়যুগ পরে ১৯৯৪ সালে খুঁজে পায় তার পরিবারকে। মোতালেবের পরিবারকে খুঁজে পাওয়ার ঘটনাটি আমাদের দেশে এবং বিদেশে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। সেইসময় অর্থাৎ ১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে প্রচারিত ইত্যাদিতে তার উপর একটি প্রতিবেদন প্রচার করা হয়।


___________________________________
Enjoy & stay connected with us!