সুনামগঞ্জকে নিয়ে শতাধিক স্থানীয় শিল্পীর নৃত্য-গীত | ইত্যাদি সুনামগঞ্জ পর্ব ২০১৮

ইত্যাদির নাচ মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ এবং ভিন্নমাত্রা। মঞ্চ ধারণের স্থান অনুযায়ী প্রতিবারই চেষ্টা করা হয় নাচের মিউজিক, বিষয়, চিত্রায়নে বৈচিত্র্য আনতে। ইত্যাদি যখন যে স্থানে ধারণ করা হয়, সেখানকার স্থানীয় নৃত্যশিল্পীদের সম্পৃক্ত করে, সেখানকার ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান তুলে ধরে লেখা গানের সাথে একটি নাচ করা হয়। সেই ধারাবাহিকতায় ৩০ নভেম্বর ২০১৮ সালে প্রচারিত সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার টেকেরঘাটে ধারণকৃত পর্বেও স্থানীয় শতাধিক শিল্পীর অংশগ্রহণে একটি নাচ করা হয়।

নাচের গান: হাওড় বাঁওড় পাহাড় নদী...
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান।
সুর: হানিফ সংকেত।
সংগীতায়োজন: মেহেদি।
শিল্পী: প্রতীক হাসান ও আনিকা।
নৃত্য পরিচালনা: মনিরুল ইসলাম মুকুল।
নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
পরিকল্পনা ও নির্দেশনা: হানিফ সংকেত।

পুরো অনুষ্ঠান: https://youtu.be/L45oMqXNlcs

___________________________________
Enjoy & stay connected with us!